শান্তিপুরের রাস উৎসব উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ট্রেন চলবে। পূর্ব রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সেখানে বলা হয়েছে, ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাস উৎসব উপলক্ষ্যে ১২টি আপ এবং ১০টি ডাউন লোকাল ট্রেন বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে থামবে। শান্তিপুর সংলগ্ন এই হল্ট স্টেশনে বেশিরভাগ লোকাল ট্রেন থামে না। কিন্তু এই কদিন থামবে।
১২টি আপ লোকাল ট্রেনের মধ্যে চলবে ৯টি শিয়ালদহ-শান্তিপুর লোকাল, ১ টি রানাঘাট-শান্তিপুর লোকাল এবং ১ টি বনগাঁ-শান্তিপুর লোকাল। এইসব ট্রেনগুলো বাথনা কৃত্তিবাস স্টেশনেও দাঁড়াবে। ১০টি ডাউন লোকাল ট্রেনের মধ্যে ৭টি শান্তিপুর-শিয়ালদহ লোকাল, ২ টি শান্তিপুর-রানাঘাট লোকাল এবং ১ টি শান্তিপুর-বনগাঁ লোকাল বাথনা কৃত্তিবাস হল্ট স্টেশনে দাঁড়াবে। এছাড়াও একটি বিশেষ ট্রেন চালানো হবে। ৯ এবং ১০ নভেম্বর চলবে এই ট্রেন। এই ট্রেন শিয়ালদহ থেকে শান্তিপুর যাবে। ট্রেনটি রাত ৯টা ৬ মিনিটে ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে। পাশাপাশি শান্তিপুর থেকে ট্রেনটি রাত ১২টা ১০ মিনিটে ছাড়বে।
Comments are closed.