বাপি লাহিড়ি মানেই ডিস্কো ডান্সার, বাপি লাহিড়ি মানেই সোনার গয়না। বাপি লাহিড়ি মানে আরও অনেক কিছুই। প্রবাদ প্রতিম সুরকারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। একের পর এক সুপারি হিট গানের সৃষ্টি কর্তার নাম রয়েছে গিনিস বুক রেকর্ডে। ২০১৪ সালে রাজনীতির ময়দানেও দেখা গিয়েছিল তাঁকে। বিজেপির টিকিটে শ্রীরামপুর থেকে ভোটে লড়েছিলেন তিনি। কিন্তু জানেন কি বাপি লাহিড়ি সঙ্গীত পরিচালনার পাশপাশি সিনেমায় অভিনয়ও করেছিলেন। এই চমকপ্রদ তথ্যটি একবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন।
মামা কিশোর কুমারের পরিচালনায় সিনেমায় দেখা গিয়েছিল বাপ্পি লাহিড়িকে। ছবির নাম ‘বাড়তি কা নাম দাড়ি’। ১৯৭৪ সালে কিশোর কুমার পরিচালিত এই ছবিতে ‘ভপু’ নামের এক চরিত্রে দেখা গিয়েছিল বাপি লাহিড়িকে। পরিচালনার পাশপাশি নিজে অভিনয়ও করেছিলেন কিশোর কুমার। এছাড়াও ছবিতে ছিলেন অশোক কুমার, অমিত কুমার, রাজেশ খান্না, কে এন সিংহ।
উল্লেখ, মঙ্গলবার মাঝরাতে অবসট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি হন প্রবাদপ্রতিম এই সঙ্গীত শিল্পী। সেখানেই ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Comments are closed.