চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিয়ম বদলে যাচ্ছে। এবার আর আলাদা আলাদা ওয়েবসাইট নয়। একটি পোর্টালের মাধ্যমেই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে ছাত্র ছাত্রীরা। কেন্দ্রীয় ভাবে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর। চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়মে ভর্তি শুরু হবে বলে জানা গিয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। রেজাল্ট বেরোলেই কলেজগুলোতে ভর্তি শুরু হবে। আগেও অনলাইনেই ভর্তির ব্যবস্থা ছিল। সেক্ষেত্রে বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন করতে হতো। তবে এ থেকে তা কেন্দ্রীয় ভাবেই করা যাবে।
দীর্ঘ দিন ধরেই এই কেন্দ্রীয়ভাবে ভর্তির পরিকল্পনা করছিল রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। গতবার থেকেই এই নতুন ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল। তবে সে সময় পোর্টালের কাজ পুরোপুরি সম্পূর্ন না হওয়ায় সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে হয়। তবে এবার পোর্টালটি অত্যন্ত আধুনিক ভাবে তৈরি করা হয়েছে। যাতে করে ছাত্রছাত্রীদের কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়।
Comments are closed.