১ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম বেড়েছে কিলোপ্রতি ১৫ টাকা, নাভিশ্বাস সাধারণ মানুষের

বিগত কয়েকমাস ধরে দাম কমছেই না আলু, পেঁয়াজের। পুজোর পরেই একধাক্কায় অনেকটাই উর্দ্ধমুখি পেঁয়াজের দাম। কোথাও ৪৫ আবার কোথাও ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। পুজোর পর দাম বেড়েছিল ঠিকই। কিন্তু শেষ ১ সপ্তাহের মধ্যে কেজি প্রতি ১৫ টাকা বেড়ে গিয়েছে দাম।

বাংলার চাষীদের কথায়, এই বছর পেঁয়াজের চাষ কম হয়েছে। বৃষ্টির কারণে কম হয়েছে ফলন। বাংলার সুখসাগর পেঁয়াজ অন্য বছরের তুলনায় যা উৎপাদন হয়েছে, তা এখন প্রায় শেষের দিকে। অন্যদিকে নাসিক থেকে বাংলায় আসে পেঁয়াজ। সেই পেঁয়াজও কম আসছে। বাংলার বিভিন্ন বড় বাজারের তরফে জানা গিয়েছে আগে যেখানে ২৫ থেকে ৩০ লরি পেঁয়াজ আসত, এখন তা আসে ৪ থেকে ৫ লরি। ফলে স্বাভাবিকভাবেই দাম বাড়ছেই। দক্ষিণের কর্ণাটক ও তেলেঙ্গানা থেকে যে পেঁয়াজ আসে। তার গুণগত মান ভালো নয়।

উল্লেখ্য, বাংলার বিভিন্ন জায়গায় পুজোর আগে পেঁয়াজ বিক্রি হত ২৫ থেকে ৩০ টাকা কিলো দরে। পুজোর পরে সেই দাম বেড়ে হয় ৪০ টাকা। আর এখন হঠাৎ ফের কিলোপ্রতি ১৫ টাকা দাম বেড়ে যাওয়ার সমস্যায় পড়েছে সাধারণ মানুষ।

Comments are closed.