ত্রিশংকু কর্নাটক বিধানসভা, ইঙ্গিত জনমত সমীক্ষায়

বৃহস্পতিবারই শেষ হয়েছে কর্নাটক বিধানসভা নির্বাচনের ভোট প্রচার পর্ব। আগামী ১২ মে কর্নাটক বিধানসভার ২২৪টি আসনে নির্বাচন হওয়ার কথা। তার আগে বিভিন্ন সংবাদমাধ্যমের করা জনমত সমীক্ষায় ইঙ্গিত ত্রিশংকু হতে পারে কর্নাটক বিধানসভার ফলাফল। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ১১২ এর ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না কোনও দলই। সমীক্ষায় ইঙ্গিত পাঁচ বছর ক্ষমতায় থাকার পর, এবারের নির্বাচনে সর্বাধিক আসন পেলেও সরকার গড়ার অঙ্কে পৌঁছতে পারবে না কংগ্রেস। এই অবস্থায় কিং মেকারের ভূমিকা নিতে পারে এইচ ডি দেবগৌড়ার জেডিএস।

ইন্ডিয়া টিভি’র করা সমীক্ষায় ইঙ্গিত কংগ্রেস পেতে পারে সর্বাধিক ৯৬টি আসন। বিজেপি জিততে পারে ৮৫টি আসনে, জেডিএসের ঝুলিতে যাবে ৩৮টি আসন। এবিপি নিউজের জনমত সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস ৯৭টি ও বিজেপি ৮৪টি আসন পাবে। জেডিএস পেতে পারে ৩৭টি আসন।
যদিও কর্নাটকে সরকার গড়ার ব্যাপারে আশাবাদী কংগ্রেস, বিজেপি দুই পক্ষই। এদিন বিজেপি সভাপতি অমিত শাহ দাবি করেছেন কর্নাটকে তাঁরা ১৩০টি আসনে জিতে সরকার গড়বেন।

Leave A Reply

Your email address will not be published.