NCP প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে অবিজেপি, অকংগ্রেসি দলের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট জনেদের নিয়ে বৈঠক ‘রাজনৈতিক’ ছিল না। বৈঠক শেষে এমনটাই দাবি অংশগ্রহণকারীদের।
বৈঠকে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টির মত আটটি দলের রাজনৈতিক প্রতিনিধিরা ছিলেন। যার জেরে শুরু থেকেই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তীব্র জল্পনা দেখা দিয়েছিলো। বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্টের গুঞ্জনও শোনা যাচ্ছিল। যদিও বৈঠকের শুরুতেই সে সম্ভবনা উড়িয়ে দেন শরদ পাওয়ার।
তৃণমূলের সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাও দাবি করেন, ২০২৪ এর লোকসভা ভোটের সঙ্গে মঙ্গলবারের বৈঠকের কোনও সম্পর্ক নেই।
বৈঠক শেষে NCP এর অন্যতম নেতা মজিদ মেনন জানান, মঙ্গলবারের বৈঠক ডেকেছিলেন যশবন্ত সিনহা। এদিনের বৈঠকের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। বৈঠকে কংগ্রেসের উপস্থিত থাকা প্রসঙ্গে বলেন, কংগ্রেসের মনীশ তিওয়ারি, অভিষেক মনুসিংভি, বিবেক তানহা,শত্রুঘ্ন সিনহাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে কোনও কারণবশত তাঁরা আসতে পারেননি।
এদিন শরদ পাওয়ারের বাসভবন থেকে বেরিয়ে সিপিএম-এর নীলোৎপল বসুও সাংবাদিকদের জানান, সমনস্ক মানুষদের নিয়ে আজকের বৈঠক ছিল। কোভিড মোকাবিলা, বেকারত্বের মত বিষয়গুলি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।
Comments are closed.