উত্তরবঙ্গের বাড়ছে ডেঙ্গি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গে ডেঙ্গি পরিস্থিতির খোঁজ করেন। তিনি বলেন, করোনার প্রকোপ কমলেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। উত্তরবঙ্গে ডেঙ্গির প্রকোপ বাড়ছে বলে বিষ্ময় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
এরপর স্বাস্থ্য দফতরের উদ্দেশ্যে তিনি বলেন, একটা বিশেষজ্ঞ টিম পাঠাও উত্তরে। ডেঙ্গি কমানোর জন্য মশারি দেওয়ার কথা বলেন তিনি। সপ্তাহ দুয়েক ধরেই উত্তরের মালবাজারের একাধিক এলাকায় ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। জানা গিয়েছে, মালবাজারের ওদলাবাড়ি এবং বাগরাকোট এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। কয়েকদিন আগে স্বাস্থ্য দফতরের একদল প্রতিনিধি মালবাজারের ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখে আসেন। স্বাস্থ্য দফতরের কর্তাদের দাবি, ওদলাবাড়ি ও বাগরাকোট এলাকায় কমপক্ষে ৪৬ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন।
এর আগে ২০১৮ সালেও বাগরাকোট এলাকায় ডেঙ্গির প্রকোপ বেড়েছিল। স্বাস্থ্য দফতর জানিয়েছে, বাড়ির জমা জলে ডেঙ্গির লার্ভা জন্মায়। প্রতিটি বাড়ির আশেপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। তবেই ডেঙ্গিকে ঠেকানো সম্ভব হবে।
Comments are closed.