দেশের বাইরেও পালিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস। বিদেশে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা পালন করলেন স্বাধীনতার ৭৫ বছর। নেদারল্যান্ডস থেকে আবু ধাবি এমনকি সুদূর আমেরিকাতেও পালিত হল ৭৫ তম স্বাধীনতা দিবস।
নেদারল্যান্ডে বসবাসকারী ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভুতরা পতাকা উত্তোলনের মাধ্যমে পালন করলেন স্বাধীনতার ৭৫ বছর। অন্য দিকে স্বাধীনতার ৭৫ বছরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করার কথা ঘোষণা করেছিল। এবার সুদূর আমেরিকাতেও পালন করা হল ‘আজাদি কা অমৃত মহোৎসব’। কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছে নানান অনুষ্ঠান। সদ্য আমেরিকার হাউস্টনেও আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আমেরিকার পাশাপশি বিভিন্ন দেশে স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে নানান অনুষ্ঠান হয়।
‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষ্যে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তানজানিয়ায়। আবুধাবিতেও পালন করা হয় আজাদি কা অমৃত মহোৎসব।
Comments are closed.