হাসপাতালের মধ্যেই অক্সিজেনের অভাবে মৃত্যু ২০ জন রোগীর। ঘটনাস্থল সেই দিল্লি। দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডি.কে বালুজা জানিয়েছেন, শুক্রবার বিকেলের মধ্যে সরকারের ৩.৫ মেট্রিক টন অক্সিজেন পাঠানোর কথা ছিল। কিন্তু অক্সিজেন আসতে আসতে মধ্যরাত হয়ে যায়। এদিকে অক্সিজেনের অভাবে ছটফট করতে করতে একে একে মৃত্যু হয় রোগীদের। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ২১৫ জন রোগীর জীবন বিপন্ন।
দিল্লির বেসরকারি হাসপাতালগুলির মধ্যে অক্সিজেনের ঘাটতিতে জয়পুর গোল্ডেন হাসপাতালের নাম রয়েছে। এর আগে মুলচাঁদ হাসপাতাল একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপ-রাজ্যপাল অনিল বৈজালের কাছ থেকে জরুরি সাহায্যের আবেদন করেছিল। ১৩০ এরও বেশি কোভিড রোগী ওই হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছে বলে জানানো হয়েছিল।
গত কয়েকদিন ধরেই দিল্লির একাধিক হাসপাতাল অক্সিজেনের অভাবের কথা জানাচ্ছে। হাসপাতালগুলিতে ভর্তিও নেওয়া হচ্ছে না। এই অবস্থায় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে হাতজোড় করে সাহায্য চেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এর আগেও শ্রী গঙ্গারাম হাসপাতালে ২৫ জন করোনা রোগীর মৃ্ত্যু হয়েছিল অক্সিজেনের অভাবে। এরপর ফের জয়পুর গোল্ডেন হাসপাতালে সেই ঘটনার পুনরাবৃত্তি।
Comments are closed.