শাসক বিরোধীর তরজার মধ্যেই শুক্রবার বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি।
এই ঘোষণার বিরোধিতা করে রাজ্যের বিরোধী দল বিজেপি অধিবেশন বয়কট করে। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বলেন, লোকসভা, দেশের সবকটি বিধানসভায় PAC চেয়ারম্যান পদটি বিরোধী বিধায়কদের জন্য সংরক্ষিত থাকে। তৃণমূল সমস্ত রীতিনীতি ভঙ্গ করে মুকুল রায়কে PAC চেয়ারম্যান করেছে।
পাশাপাশি এদিন নন্দীগ্রামের বিধায়ক আর একবার হুঁশিয়ারি দেন, আগামী ১৬ তারিখ মুকুল রায়ের বিধায়কপদ খারিজ নিয়ে শুনানি আছে আমি সেখানে উপস্থিত থাকব। অধ্যক্ষ যদি কোনও পদক্ষেপ না করেন তাহলে আদালতে যাব। বলেন, PAC চেয়ারম্যান বিধায়কই থাকবেন না, তো চেয়ারম্যান।
সেই সঙ্গে মুকুল রায়ের PAC চেয়ারম্যান করার সিদ্ধান্তের প্রতিবাদে শুভেন্দু জানান, বিধানসভার কোনও কমিটির চেয়ারম্যান থাকবেন না বিজেপি বিধায়করা।
মুকুল রায় PAC এর সদস্য হিসেবে মনোনয়ন পেশ করার পর থেকেই তৃণমূল বিজেপি জোর তরজা শুরু হয়। মুকুল রায়ের সদস্যপদ খারিজ করার জন্য কার্যত মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে পাল্টা হিসেবে শিশির অধিকারীর বিজেপি যোগ প্রসঙ্গ তুলে শুভেন্দুকে খোঁচা দিয়েছে রাজ্যের শাসক দল।
Comments are closed.