কেরল হাইকোর্টে প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী হলেন পদ্মা লক্ষ্মী। তাঁকে স্বাগত জানিয়েছেন কেরলের আইনমন্ত্রী ও শিল্পমন্ত্রী পি রাজীব। জানিয়েছেন, পদ্মা লক্ষ্মী রাজ্যের অন্যান্য ট্রান্সজেন্ডারদের এই পেশায় আসতে সাহায্য করবে। গত রবিবার বার কাউন্সিলে তালিকাভুক্ত হন পদ্মা লক্ষ্মী।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পদ্মা লক্ষ্মী জানিয়েছেন, এই পেশা মহৎ। সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য আমি লড়াই করবো। যাঁদের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে, তাঁদের জন্য লড়াই করবো বলে জানিয়েছেন তিনি। একজন ট্রান্সজেন্ডার হিসেবে এই পেশায় প্রবেশ করা মোটেও সহজ ছিল না বলে জানিয়েছেন পদ্মা লক্ষ্মী। তবে লড়াই করে নিজের জায়গা তৈরি করতে হয়েছে। জীবনে চলার ক্ষেত্রে নেতিবাচক চিন্তাকে সরিয়ে রাখা বলে মনে করেন তিনি।
পদার্থবিদ্যায় স্নাতক পদ্মা লক্ষ্মী এর্নাকুলাম ‘ল’ কলেজ থেকে আইন পাশ করেন। আইন নিয়ে কাজ করার সময় বিমা কোম্পানির এজেন্ট হিসবেও কাজ করেন তিনি। পড়াশোনা ও চিকিৎসার খরচ মেটাতে এই পেশা বেছে নিতে হয়েছিল তাঁকে। ২০২২ সালে কেরল হাইকোর্টে শিক্ষাণবিশ আইনজীবী হিসেবে কাজ শুরুর পর বিমা এজেন্টের কাজ ছেড়ে দেন পদ্মা লক্ষ্মী। দেশের প্রথম ট্রান্সজেন্ডার আইনজীবী ছিলেন সত্য শ্রী শর্মিলা। তিনি তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন।
Comments are closed.