ইউক্রেনে পাকিস্তানি পড়ুয়ারা প্রাণে রক্ষা পাচ্ছেন ভারতের পতাকা ধরে। ভারতের পড়ুয়ারাই জানিয়েছেন, ইউক্রেনের সীমান্ত পেরিয়ে যেতে সাহায্য করছে ভারতের পতাকা। আর এই সাহায্য পেতে ভারতের পতাকা ধরছেন পড়ুয়ারাও।
ভারতের পড়ুয়া ছাড়াও ইউক্রেনে আটকে পাকিস্তান সহ অন্যান্য দেশের পড়ুয়ারা। পাকিস্তান ছাড়াও তুরস্কের ছাত্রছাত্রীরাও রয়েছেন সেখানে। এক পড়ুয়ার কথায়, ইউক্রেনের থাকতেই বলা হয়েছিল, তাঁদের সঙ্গে ভারতের জাতীয় পতাকা থাকায় কোনও সমস্যা হবে না। তাই বাজারে গিয়ে একটি সাদা পর্দা আর স্প্রে পেইন্ট কিনে এনে হয়। সেই পেইন্ট দিয়েই জাতীয় পতাকা বানানো হয়। এই তিরঙ্গাই সঙ্গে নিয়েই ইউক্রেন থেকে বেরোনো সম্ভব হয়।
এই পড়ুয়ারাই জানিয়েছেন, এই পতাকা পাকিস্তানি ও তুরস্কের পড়ুয়ারাও ইউক্রেন ছাড়তে ব্যবহার করে। ভারত ছাড়াও অন্য দেশের পড়ুয়ারা মিলে একটি বাস ভাড়া করা হয়। সেই বাসেই ওডেসা থেকে মলোডোভা সীমান্তে পৌঁছায় তাঁরা।
ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে ‘অপারেশন গঙ্গা’ শুরু করেছে কেন্দ্র সরকার। বিশেষ বিমানে কয়েকশো পড়ুয়া ভারতে পৌঁছেছে। এরমধ্যেই মঙ্গলবার বেঙ্গালুরুর এক পড়ুয়া রাশিয়ার মিসাইল হামলায় নিহত হয়েছেন।
Comments are closed.