সব ঠিক থাকলে দ্রুত পঞ্চায়েত ভোট ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। শাসক বিরোধী সব দলই জোর কদমে প্রস্তুতি শুরু করেছে। এই আবহে সোমবার ফের একবার পঞ্চায়েত ভোট নিয়ে প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে তৃণমূল। জানা গিয়েছে, সোমবার দুপুর তিনটের সময় সমস্ত জেলার জেলা সভাপতি, ব্লক সভাপতি এবং বিধায়কদের নিয়ে বৈঠকে বসবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে, সোমবার কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠক করবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
দলীয় সূত্রে খবর, সোমবারের বৈঠকে মূলত পঞ্চায়েত ভোটের প্রচার নিয়ে জেলার নেতাদের একগুচ্ছ পরামর্শ দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন অভিষেক ব্যানার্জি। ১৬ মার্চ থেকে সেই কর্মসূচি শুরু করছে তৃণমূল। ঘাসফুল শিবির সূত্রে খবর, এ নিয়েও জেলার নেতাদের প্রয়োজনীয় নির্দেশ দেবেন অভিষেক ব্যানার্জি। সেই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কার্যত বুথ স্তরে আন্দোলন নিয়ে যাওয়ার প্রস্তুতি বৈঠক হিসেবে সোমবারের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব।
Comments are closed.