পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিংহ চান্নি। প্রথম দলিত মুখ্যমন্ত্রী হিসেবে পাঞ্জাবের রাজভবনে শপথ নেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, পাঞ্জাবের কংগ্রেস সভাপতি নভজিৎ সিংহ সিধু।
পাঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে চরণজিৎ সিংহের নাম ঘোষিত হতেই রবিবারে চণ্ডীগড়ে রাজ্যপালের বাড়ির বাইরে উচ্ছ্বাসে মাতেন তাঁর সমর্থকেরা। তবে পাঞ্জাবের নতুন উপমুখ্যমন্ত্রী থাকবেন দুজন। উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন সুখজিন্দর সিং রনধাওয়া ও ব্রহ্ম মহিন্দ্রা। ৫৪ বছরের চরণজিৎ সিংহ চান্নি পঞ্জাবের প্রথম দলিত মুখ্যমন্ত্রী। পাঞ্জাবের চামকৌর সাহিব থেকে তিনি তিনবার বিধায়ক হন। পাঞ্জাব বিধানসভায় বিরোধী দলনেতাও ছিলেন তিনি।
উল্লেখ্য, গত শুক্রবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। এরপর কে হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, এই নিয়ে নানা জল্পনা তৈরি হয়। অনেক অপমান সহ্য করেছি বলেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলাম বলে জানিয়েছিলেন অমরিন্দর সিংহ। কিন্তু এখনও কংগ্রেসেই আছেন তিনি। আগামী বছরে বিধানসভা নির্বাচন রয়েছে পাঞ্জাবে।
Comments are closed.