বাদল অধিবেশনের শেষ দিন বিধানসভায় পাশ হতে পারে ‘পশ্চিমবঙ্গ দিবস’র প্রস্তাব; চূড়ান্ত হতে পারে রাজ্য সঙ্গীতও
বাদল অধিবেশনের শেষ দিন অর্থাৎ আগামী ৪ সেপ্টেম্বর বিধানসভায় পেশ হতে পারে ‘পশ্চিমবঙ্গ দিবস’র প্রস্তাব। এবং ওই একই দিনেই রাজ্য সঙ্গীতও ঠিক হতে পারে। বিধানসভা সূত্রে এমনটাই খবর।
‘পশ্চিমবঙ্গ দিবস’ কবে হতে পারে তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটির উপদেষ্টা করা হয়েছে তৃণমূলের প্রাক্তন সাংসদ এবং ইতিহাসবিদ সুগত বসুকে। এই কমিটিতে রয়েছেন, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা এবং বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস ও মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগগা। ওই কমিটি গত শুক্র ও সোমবার এ নিয়ে বিধানসভায় বৈঠক করে। বৈঠকে ১ বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করার সুপারিশ করা হয়। কমিটির সুপারিশে চূড়ান্ত অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
এদিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ কবে হতে পারে তা ঠিক করতে ৪ সেপ্টেম্বরই নবান্নে একটি সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। যেখানে বিজেপি, কংগ্রেস, সিপিএম সহ বামফ্রন্টের শরিকদলগুলোকে। ওই বৈঠকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ কবে তা ঠিক করা হবে। মনে করা হচ্ছে, বৈঠক শেষে বিধানসভায় হাজির হবেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় প্রস্তাব এনে ‘পশ্চিমবঙ্গ দিবস’কে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে চাইছে রাজ্য সরকার।
Comments are closed.