কয়লাপাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। সোমবার দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট কয়লাকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে।
সম্প্রতি ইডির তরফে পাতিয়ালা হাউজ কোর্টে বিনয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়। আদালতে ইডির আইনজীবী জানান, বিনয় মিশ্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জিজ্ঞাসাবাদের জন্য চার বার তাঁকে ডেকে পাঠানো হলেও তিনি আসেননি। এমনকী ফোনে যোগাযোগ করাও সম্ভব হয়নি। সেই সঙ্গে ইডির আইনজীবী এও জানান, কয়লাকাণ্ডে তদন্তে নেমে একাধিক কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে তাঁরা। প্রত্যেকেই বিনয় মিশ্রের কথা বলেছেন।
এরকম একাধিক অভিযোগ করে ইডির তরফে আদালতে জানানো হয়, বিনয় মিশ্রকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করতে চান। ইডির আবেদনে সাড়া দিয়ে পাতিয়ালা হাউজ কোর্টের বিচারপতি পঙ্কজ শর্মা বিনয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য এর আগে কয়লাপাচারকাণ্ডে বিনয়ের বিরুদ্ধে আসানসোল কোর্টে সিবিআই একই আবেদন করে। আসানসোল কোর্টও বিনয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
Comments are closed.