মন্ত্রিত্ব ছেড়েছেন। এবার কি পার্টিও ছাড়তে চললেন শুভেন্দু অধিকারী? এই প্রশ্ন যখন অক্সিজেন পাচ্ছে তখন শুভেন্দুর মন্ত্রিত্ব ত্যাগকে তৃণমূলের অশনি সংকেত হিসেবে অভিহিত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির দিকে। বললেন, স্তম্ভ ভাঙলে অট্টালিকা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না।
অধীর চৌধুরী বলেন, মমতা ব্যানার্জির উত্থানের পিছনে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের অবদান ভোলার না। কিন্তু সেই পরিবারও আজ মমতাকে ছেড়ে যাচ্ছে। এটা তৃণমূলের জন্য অশনি সংকেত। তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে শুভেন্দু সামলাতেন মুর্শিদাবাদ। সেখানে দলকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বারবার চাপে ফেলেছেন বহরমপুরের সাংসদ অধীরকে। আজ সেই শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়ার খবর পেয়ে অধীর বলেন, আমার সঙ্গে ওই পরিবার যাই করে থাকুক না কেন, আমি চাই ওঁর রাজনৈতিক জীবন দীর্ঘ হোক। শুভেন্দুকে তৃণমূলের স্তম্ভ হিসেবে উল্লেখ করে প্রদেশ সভাপতি বলেন, শুভেন্দুর মতো স্তম্ভ ভেঙ্গে পড়লে মমতার অট্টালিকা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। তৃণমূলের শেষের শুরু হল।
Comments are closed.