ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। লিটার প্রতি ৮০ পয়সা বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম। এক সপ্তাহে চারবার দাম বাড়ল জ্বালানির। চার বারে মোট ৩ টাকা ৩৪ পয়সা দাম বেড়েছে জ্বালানির। দাম বৃদ্ধির ফলে এবার সেঞ্চুরির পথে ডিজেলের দাম।
এই দাম বৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে ৯৮.৬১ এবং ৮৯.৮৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৮.০১ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১১৩.৩৫ টাকা ও ৯৭.৫৫ টাকা। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের ফলে এই দাম বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। কারণ যুদ্ধের ফলে গোটা বিশ্বে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর। এই কারণের জন্য সাধারণ নিত্যপ্রয়োজনীয় খাবারেরও দাম বৃদ্ধি হয়েছে।
Comments are closed.