অতীতের সব রেকর্ড ভেঙ্গে সর্বাধিক দাম বৃদ্ধি পেট্রল-ডিজেলের
দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতে পেট্রোলের দাম সর্বাধিক
অতীতের সব রেকর্ড ভেঙে শীর্ষে পেট্রল ও ডিজেলের দাম। গত দু’সপ্তাহ ধরে রোজই পেট্রল ও ডিজেলের দাম বাড়ছিল, শনিবার তা অতীতের সব রেকর্ড ভেঙে দিল।
কলকাতায় এদিন লিটার প্রতি ২৫ পয়সা দাম বেড়ে পেট্রোলের দাম হল ৮৭ টাকা ১১ পয়সা, ডিজেলের দাম লিটারে ২৫ পয়সা বেড়ে দাঁড়ায় ৭৯ টাকা ৪৮ পয়সা। সাধারণত পেট্রল ও ডিজেলের দাম কেন্দ্রের সঙ্গে রাজ্যের লোকাল ট্যাক্স ও VAT এর ওপরেও নির্ভরশীল। এদিনের আগে গত ৪ অক্টোবর ২০১৮ তে পেট্রোল ও ডিজেলের দাম সর্বাধিক বেড়েছিল।
বিশ্বজুড়ে করোনা অতিমারির প্রকোপে অর্থনীতির বেহাল অবস্থা, মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এই ব্যাপক দাম বাড়ার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতে পেট্রোলের দাম সর্বাধিক।
Comments are closed.