পূর্ব ঘোষণা মত জ্বালানীর দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচী। রাজ্যের কোথাও মোদীর কুশপুতুল দাহ আবার কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। আবার কোথাও কোথায় কাঁধে করে গ্যাস সিলিন্ডার নিয়ে পথে নামতে দেখা গেছে বিক্ষোভকারীদের।
হুগলিতে চুঁচুড়া বিধানসভার বিভিন্ন প্রান্তে অবস্থান বিক্ষোভ চলে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে হুগলির মোড়, ঘড়ির মোড়, রাজাহাট, পোলবা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অবস্থান বিক্ষোভ হয়।
মালদাতেও জেলা তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী, কো অর্ডিনেটর দুলাল সরকারের নেতৃত্বে প্রতিবাদ সভা হয়।
বর্ধমানের কুলটিতে নিজের পরনের জামা পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূলের কথায় যা দিন এল তাতে মনে হচ্ছে পরনের জামা খুলে পুড়িয়ে রান্না করতে হবে। শালবনীতে মোষের গাড়ি নিয়ে রাস্তায় প্রতিবাদ মিছিল করেন প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। হাওড়াতে মহিলারা উনুনে হাঁড়ি বসিয়ে খাটে বাইক রেখে বিক্ষোভ দেখান। বাইককে ফুল দিয়ে সাজিয়ে চন্দনের ফোঁটা দিয়ে শেষকৃত্যে নিয়ে যাওয়া হয়।
মুর্শিদাবাদের জেলা তৃণমূল সভাপতি ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান সাইকেল চালিয়ে প্রতিবাদ করেন। দক্ষিণ ২৪ পরগনায় যুব তৃণমূল সভাপতি শওকত মোল্লার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে পা মেলান হাজার হাজার কর্মী সমর্থক। ঘাড়ে রান্নার গ্যাস নিয়ে মিছিল চলে।
উল্লেখ্য, শনিবার কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পেরিয়ে গেছে। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁই ছুঁই। জ্বালানীর দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই এর প্রভাব পড়েছে বাজারদরে।
Comments are closed.