ফের দামবৃদ্ধি জ্বালানির। ১০০ টাকা পার করল পেট্রোল-ডিজেলের দাম। শনিবার দেশের বেশিরভাগ জায়গায় এই প্রথম ১০০ টাকার বেশি দামে পেট্রোল, ডিজেল বিক্রি হচ্ছে। এরফলে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে।
রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলায় ১০০ টাকায় বিক্রি হচ্ছে ডিজেল। এর থেকে কিছু বেশি ১০৭.৪৮ টাকা প্ৰতি লিটার দামে বিক্রি হচ্ছে পেট্রোল।
দেশের বাণিজ্যনগরী মুম্বইতে লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ১০২.৩০ টাকা দামে। ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটারে ৯৪.৩৯ টাকায়।
চেন্নাইতেও একই ছবি। পেট্রোলের দাম ১০০-এর কাছাকাছি। ডিজেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৯১.৬৪ টাকা দামে।
কলকাতায় পেট্রোল বিক্রি হচ্ছে ৯৬.০৬ টাকা প্রতি লিটারে। ডিজেল বিক্রি হচ্ছে ৮৯.৮৩ টাকা প্রতি লিটারে।
Comments are closed.