রবিবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলায় মাথা ফাটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট ঐশী ঘোষের। তারপর থেকে তাঁর পক্ষে বিপক্ষে বিতর্ক ক্রমেই আরও অক্সিজেন পেয়েছে। ঐশীর পাশে এসে দাঁড়িয়েছেন বিদ্বজ্জন থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রীরা। এবার ঐশীর সঙ্গে দেখা করে তাঁকে আশীর্বাদ করলেন কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএমের শীর্ষ নেতা পিনারাই বিজয়ন। ঐশীকে একটি বই উপহার দিতে দেখা যায় কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে।