ইডেনে পিঙ্ক বল টেস্টের শুরুতেই বিপাকে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিং নিলেও ভারতীয় পেসারদের দাপটে দিন-রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচে লাঞ্চের আগেই প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন বাংলাদেশের ৬ ব্যাটসম্যান। স্কোর বোর্ডে রান মাত্র ৭৩ রান। ভারতীয় পেসারদের মধ্যে উমেশ শর্মা নিয়েছেন ৩ উইকেট, ইশান্ত পেয়েছেন ২ টি এবং লোকাল বয় মহম্মদ শামি এখনও অবধি একটি উইকেট পেয়েছেন।
এদিকে ঐতিহাসিক টেস্ট শুরুতেও ছিল চমক। ঘণ্টা বাজিয়ে ম্যাচ শুরুর ঘোষণা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হাজির ছিলেন সৌরভ গাঙ্গুলি এবং জগমোহন ডালমিয়ার পুত্র সিএবি সচিব অভিষেক। তখন ইডেনে হাজির সচিন তেণ্ডুলকর, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষণ, হরভজন সিংহরা।
এদিকে পরিস্থিতি যা, প্রথম দিনের শুরুতেই বেকায়দায় বাংলাদেশ। লিটন দাস, মাহমুদুল্লারা পারবেন কি ঘুরে দাঁড়াতে? এটাই এখন ক্রিকেটের নন্দন কাননে সবচেয়ে বড় প্রশ্ন।
Comments are closed.