বাবুল সুপ্রিয় বেরিয়ে যাওয়ার পরেই নবান্নে হাজির প্রশান্ত কিশোর। মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে একান্ত বৈঠক করলেন ভোটকুশলী। নবান্নে পিকের হঠাৎ উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও এই বৈঠক নিয়ে ৩ জনে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
বিধানসভা ভোটের পর পশ্চিবঙ্গের বাইরে সংগঠন বিস্তরের লক্ষ্যে কাজ শুরু করেছে তৃণমূল। দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর, ভিন রাজ্যে ঘাস ফুল ফোটাতে সংগঠনের চাবি কাঠি হাতে নিয়েছেন অভিষেক। ইতিমধ্যেই ত্রিপুরায় তৃণমূল অন্যতম বিরোধী শক্তি হিসেবে উঠে আসছে। এই আবহে জাতীয় রাজনীতিতে দলকে আরও প্রাসঙ্গিক করার ক্ষেত্রে নানান পরিকল্পলনা নিয়েও মমতা অভিষেক পিকের কথা হয়ে থাকতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।
সোমবার বৈঠক শেষে মমতা ব্যানার্জি ভবানীপুরের উদ্দেশ্যে রওনা দেন। ভবানীপুরের শীতলা মন্দিরে যান তিনি। উপনির্বাচনের প্রচারেও পিকে এবং অভিষেককে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা যায়।
লোকসভা নির্বাচন ২০২৪ এ। মাঝে অনেকটা সময় রয়েছে। সামনে সেই অর্থে বড় কোনও নির্বাচনও নেই পশ্চিমবঙ্গে। এই আবহে পিকের আচমকাই নবান্নে পৌঁছানো, এবং মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠকে ঘিরে নানান জল্পনা তৈরি হয়েছে।
Comments are closed.