দেশবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, ট্যুইটে অভিনন্দন মুখ্যমন্ত্রীর 

শনিবার দেশজুড়ে শুরু হয়েছে বিদ্যার দেবীর আরাধনা। বসন্ত পঞ্চমীর শুভমুহূর্তে দেশবাসীকে ট্যুইটে শুভেচ্ছা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে তিনি হিন্দিতে একটি ট্যুইট করেন। প্রধানমন্ত্রী লিখেছেন, সকল দেশবাসীকে সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। আপনাদের জীবন দেবী সরস্বতী কৃপায় ভরে উঠুক। 

রাজ্যবাসীকে পুজোর শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার ট্যুইটে তিনি লেখেন, ‘বিদ্যাদেবী সরস্বতী/ শিক্ষা দাও,দাও সংস্কৃতি/ মন ভরে দিও আলো/ বসন্তের দীপ জ্বালো। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন।’ 

ট্যুইটে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। 

উল্লেখ কয়েকদিন আগেই স্কুল খোলার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ৩ তারিখ অষ্টম শ্রেণী থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে ছিলেন, যেহেতু ৫ তারিখ সরস্বতী পুজো। তাই ৩ তারিখ স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর প্রস্তুতি নিতেও সুবিধা হবে সেক্ষেত্রে। 

Comments are closed.