স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে ট্যুইটে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী 

বুধবার দেশ জুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে ট্যুইটে করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি তাঁকে নেট মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

স্বামীজিকে সম্পর্কে প্রধানমন্ত্রী লেখেন, জাতির জাগরণের জন্য তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। নিজের কর্মকান্ডের মধ্য দিয়ে দেশের তরুণ সমাজকে দেশ গড়ার কাজে অনুপ্রাণিত করেছেন স্বামীজী। দেশের কাছে প্রধানমন্ত্রীর আবেদন, স্বামীজী ভারতবর্ষকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন আসুন আমরা একত্রে তা সফল করার চেষ্টা করি। 

স্বামীজিকে শ্রদ্ধা জানাতে তাঁর বাণী তুলে ধরেছেন মূখ্যমন্ত্রী। বুধবার একটি পোস্টে তিনি লেখেন, ‘‘তুমি আপনাকে মহান বলিয়া উপলব্ধি করো, তুমি মহান হইবে। আমাদের প্রত্যেকের ভিতরে সেই মহিমময় আত্মা রহিয়াছেন। আত্মায় বিশ্বাসী হইতে হইবে। নচিকেতার মতো বিশ্বাসী হও।’’ 

সারা দেশ জুড়েই বুধবার স্বামীজীর জন্মদিন পালন হচ্ছে। করোনা পরিস্থিতির জেরে বেলুড় মঠ সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে। তবে, অন্যবারের মতোই মঠের সন্ন্যাসীরা এই বিশেষ দিনকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছেন। এছাড়াও পাড়ায় পাড়ায় জমায়েতহীন ভাবে পালিত হচ্ছে এই মহামানবের জন্মদিন। মোড়ে মোড়ে মাইকে স্বামীজীর বাণী প্রচার, বিভিন্ন ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে একাধিক ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা। 

Comments are closed.