ফ্রন্ট লাইন যোদ্ধাদের জন্য নতুন Crash Course Programme, এক লক্ষকে ট্রেনিংয়ের ঘোষণা প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাস চলে যায়নি, এর রূপ বদলের সম্ভাবনাও প্রবল। একথা মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেন, এক লক্ষ ফ্রন্ট লাইন করোনা যোদ্ধাদের ট্রেনিং প্রোগ্রাম শুরু হচ্ছে।

তিনি বলেন, এই এক লক্ষ করোনা যোদ্ধাদের দেওয়া ট্রেনিং আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে শেষ হবে। এতে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ হবে বলেও জানান প্রধানমন্ত্ৰী।

এই Crash course programme নামে এই ট্রেনিংয়ের মাধ্যমে ফ্রন্ট লাইন কর্মীরা নিখরচায় প্রশিক্ষন, খাদ্য ও বাসস্থানের সুবিধা পাবেন। এছাড়াও ২ লক্ষ টাকা দুর্ঘটনার বিমাও পাবেন।

এদিন করোনার ফন্ট লাইন যোদ্ধাদের কথা বলতে গিয়েও মোদী অঙ্গনওয়ারি, আশাকর্মীদের প্রশংসা করেন। তিনি বলেন, মনে রাখা দরকার এই ভাইরাসের রূপ বারবার বদলায়। যার ফলে বিপদের মধ্যে পড়তে হয় আমাদের। আগাম সতর্কতা হিসেবে নানা ব্যবস্থা নিচ্ছে সরকার। এরমধ্যে অভিনব Crash course programme।

Comments are closed.