বালেশ্বরের বাহানাগা বাজার। রাতারাতি যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও ২৮০ জন মতো নিহত হয়েছে। আহতের সংখ্যা অগুনতি। শনিবার ঘটনাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রীর মন্তব্য, এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেবে রেল। সেই সঙ্গে এই ভয়াবহ ঘটনায় যদি কাউকে দোষী পাওয়া যায়, তাঁর বিরুদ্ধে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নরেন্দ্র মোদী।
শুক্রবার রাতেই করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী। আর এদিন তিনি শশরীরে পৌঁছে যান বালেশ্বরের বাহানাগা বাজারের দুর্ঘটনাস্থলে। উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গে কথা বলেন, সেই সঙ্গে রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণবের সঙ্গে পুরো দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন। সেখানে আহতদের হাসপাতালেও দেখতে যান প্রধানমন্ত্রী।
#WATCH | Odisha: PM Narendra Modi visits a hospital in Balasore to meet the injured victims of #OdishaTrainTragedy. pic.twitter.com/vP5mlj1lEC
— ANI (@ANI) June 3, 2023
এদিন প্রধানমন্ত্রী বলেন, এই ভয়াবহ দৃশ্য ভীষণ বেদনাদায়ক। যাঁরা আহত হয়েছেন, তাঁদের সুস্থ করতে সরকার সবরকমের চেষ্টা করছে। মৃতদের জন্য শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা যাদের হারিয়েছি তাদের তো আর ফেরাতে পারব না। সরকার স্বজনহারাদের দুঃখের শরিক হতে চায়। আমরা এই ঘটনা থেকে শিক্ষা নেব। দেশ দ্রুত এই ভয়াবহ সময় কাটিয়ে উঠবে।
Comments are closed.