হুড়হুড়িয়ে বাড়ছে  ভূকম্পে মৃতের সংখ্যা; তুরস্কের পাশে থাকার বার্তা দিয়ে ট্যুইট প্রধানমন্ত্রীর 

ভয়াবহ ভূকম্পে কেঁপে উঠেছে তুরস্ক এবং সিরিয়ার একটা বড় অংশ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ৬০০ ছাড়িয়েছে। ভয়াবহ কম্পনে কেঁপে উঠেছে একের পর এক শহর। একাধিক বহুতল কার্যত মাটির সঙ্গে মিশে গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, আর অনেক মৃতদেহ  উদ্ধার হতে পারে। তুরস্কর পাশে দাঁড়িয়ে সহায়তার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

ট্যুইটে প্রধানমন্ত্রী জানিয়েছেন, তুরস্কর জনগণের পাশে রয়েছে ভারত। এই বিপর্যয়ের সময় তুরস্ককে সব রকমের সাহায্য করতে প্রস্তুত আমরা। ট্যুইটে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

 

সংবাদ সংস্থা সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৮ দেখা গিয়েছে। কম্পনের উৎপত্তিস্থল সিরিয়া থেকে আরও ৯০ কিমি দূরে বলে জানা গিয়েছে। পর পর ধারাবাহিক কম্পনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রথম কম্পনের ১০ মিনিট পরেই দ্বিতীয় কম্পনটি অনুভূত হয়। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৬.৭।  

Comments are closed.