ঠিক এক সপ্তাহ পর ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি মুখোমুখি হতে পারেন। বৃহস্পতিবার বিকেলে দেশের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মমতা ব্যানার্জি।
বুধবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ঘোষণা করেছে, সাপ্তাহিক সংক্রমণের নিরিখে রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে। পাশপাশি রাজ্যে জেলাগুলির মধ্যে কলকাতার স্থান সবার উপরে। এই আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে অনেকে।
উল্লেখ গত ৭ জানুয়ারি কলকাতায় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের নতুন ক্যাম্পাস উদ্ব্ধন অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে রাজ্যের পর্যাপ্ত টিকা না পাওয়া এবং রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর ঠিক এক সপ্তাহ পর এই ভার্চুয়াল বৈঠকে ফের সেরকম কোনও ঘটনা ঘটতে পারে কিনা, সেদিকেও তাকিয়ে রাজনৈতিক মহল।
Comments are closed.