শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় টোকিওতে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বৈঠক করেন বর্তমান প্রধান ফুমিও কিশিদার সঙ্গে
জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যে যোগ দিতে টোকিওতে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবারই টোকিওতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সেই ছবি টুইটারে পোস্ট করেন তিনি। লেখেন, প্রিয় বন্ধু এবং ভারত-জাপান বন্ধুত্বের চ্যাম্পিয়ন প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে টোকিওতে যাচ্ছি। এরপর টোকিও পৌঁছানোর পর কয়েকটি ছবি পোস্ট করেন তিনি।
Landed in Tokyo. pic.twitter.com/8L4VNNVOUL
— Narendra Modi (@narendramodi) September 26, 2022
রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার শেষকৃত্য সম্পন্ন হবে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। সেই অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে শিনজো আবের শেষকৃত্য প্রায় ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। এদিন মোদী দেখা করেন জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কিশিদার সঙ্গে। তিনি টুইটারে লেখেন, বৈঠক ফলপ্রসু হয়েছে। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মর্মান্তিক মৃত্যুতে আমি শোকজ্ঞাপন করছি।
Had a fruitful meeting with PM Kishida. We discussed various bilateral subjects. I conveyed my condolences on the tragic demise of former PM Shinzo Abe. @kishida230 pic.twitter.com/B46HQ4tbca
— Narendra Modi (@narendramodi) September 27, 2022
উল্লেখ্য, গত ৮ জুলাই এক আততায়ীর গুলিতে নিহত হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। এক নির্বাচনী প্রচারে ভাষণ দেয়ার সময় গুলি চালানো হয় শিনজো আবের ওপর। মাটিতে লুটিয়ে পড়েন ৬৭ বছরের জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তারপর তাঁকে দ্বিতীয়বার গুলি করা হয় বলে অভিযোগ ওঠে। ৪১ বছরের আততায়ীকে গ্রেফতার করা হয়।
Comments are closed.