প্রয়াত শঙ্খ ঘোষ, শোকজ্ঞাপন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যপালের
রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাবে রাজ্য সরকার, তবে দেওয়া হবে না গান স্যালুট
প্রয়াত কবি শঙ্খ ঘোষ। রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাবে রাজ্য সরকার। তবে দেওয়া হবে না গান স্যালুট। কবির ইচ্ছাকে সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকজ্ঞাপন করে দক্ষিণ দিনাজপুরের সভা থেকে মমতা ব্যানার্জি বলেন, শঙ্খদার মৃত্যুতে শোক প্রকাশ করছি। তাঁর পরিবার এবং শুভানুধ্যায়ীদের সকলকে সমবেদনা জানাই। করোনায় আক্রান্ত হয়েছিলেন শঙ্খদা। তারপরও যাতে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা যায়, সে ব্যাপারে মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি। তবে শঙ্খদা গান স্যালুট পছন্দ করতেন না। সেটা বাদ রাখছি। মমতা ট্যুইট করেও শোক প্রকাশ করেন।
বুধবার কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, বাংলা ও ভারতীয় সাহিত্যে শ্রী শঙ্খ ঘোষের অবদান আজীবন স্মরণ করা হবে। তাঁর রচনাগুলি ব্যাপক প্রশংসিত হয়েছিল। তাঁর মৃত্যুতে আমি খুবই দুঃখিত। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ওম শান্তি।
Shri Shankha Ghosh will be remembered for his contributions to Bengali and Indian literature. His works were widely read and admired. Saddened by his demise. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 21, 2021
কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে শোকজ্ঞাপন করে ট্যুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Anguished to learn about the sad demise of a renowned Bengali poet and Sahitya Akademi Awardee, Shri Shankha Ghosh Ji. He will always be remembered for his outstanding poems, deeply rooted in the social context. My deepest condolences to his family and followers. Om Shanti!
— Amit Shah (@AmitShah) April 21, 2021
কবির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। ট্যুইট করে বলেন, করোনা কেড়ে নিল কিংবদন্তি বাঙালি কবির প্রাণ। সাহিত্য অ্যাকাডেমি এবং পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মা শান্তি পাক। এই কামনা করি।
Deeply saddened at the demise legendary Bengali poet Shahitya Academy and Padma Bhushan Award winner Shankha Ghosh at age of 89 due to COVID.
Irreparable loss for Bengali literature.
May his soul rest in peace. #ShankhaGhosh
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 21, 2021
যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন কবি। কবিতার পাশাপাশি একাধিক উপন্যাস, গল্পও লিখেছেন তিনি।
Comments are closed.