শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়দের ডাকে নাগরিক সভা, ভোট পরবর্তী হিংসা, মেরুকরণ নিয়ে হবে আলোচনা

রাজ্যে লোকসভা ভোট পরবর্তী হিংসা ও মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ‘নাগরিক সভা’ বিদ্বজ্জনদের। মঙ্গলবার সন্ধে ৬ টায় কলকাতার তপন থিয়েটারে এই আলোচনা সভায় উপস্থিত থাকার কথা কবি শঙ্খ ঘোষ, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, নাট্যকার বিভাস চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, কৌশিক সেন প্রমুখের।
ভোটের ফল বেরনোর পর রাজ্যের নানা জায়গা থেকে রাজনৈতিক হিংসার খবর আসছে প্রায় রোজ। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি, পূর্ব বর্ধমানের গলসি, বারাকপুরের ভাটপাড়ায় ইতিমধ্যেই খুন হয়েছেন একাধিক রাজনৈতিক কর্মী। রাজ্যের এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিদ্বজ্জনেরা। পাশাপাশি অভূতপূর্বভাবে রাজ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে মেরুকরণের রাজনীতি। এনআরএসে ডাক্তার হেনস্থার ঘটনায় সরাসরি ‘অন্য সম্প্রদায়’ তত্ত্ব টেনেছিলেন বিজেপি নেতা মুকুল রায়। পরবর্তীতে সেই তত্ত্বই এগিয়ে নিয়ে গিয়েছেন দিলীপ ঘোষরা। এই প্রেক্ষিতে রাজ্যের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আশঙ্কিত বিদ্বজ্জনেরা। এই পরিস্থিতির তীব্র বিরোধিতা করতে, তাই সৌমিত্র চট্টোপাধ্যায়, শঙ্খ ঘোষরা এদিনের সভার ডাক দিয়েছেন।
লোকসভা ভোটের পর রাজনৈতিক হিংসার ঘটনায় দু’বার রাজ্যকে অ্যাডভাইসারি পাঠিয়েছে কেন্দ্র। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে পাল্টা দাবি করেছেন। এই পরিস্থিতিতে নাগরিক সমাজের একাংশের আলোচনা সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Comments are closed.