নিউইয়র্ক টাইমসের রিপোর্টকে ভিত্তি করে পেগাসাস কান্ড নিয়ে ফের উত্তাল দেশের রাজনীতি। বাজেট অধিবেশনে পেগসাস নিয়ে বিরোধীরা যে মোদী সরকারকে কোণঠাসা করতে প্রস্তুতি তা এক প্ৰকার নিশ্চিত। যার জেরে বাদল অধিবেশনের মতোই বাজেট অধিবেশনেও সংসদ উত্তাল হওয়ার সম্ভবনা প্রবল। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই পরস্থিতি আচঁ করতে পেরেই বিরোধীদের উদ্দেশ্য বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বাজেট অধিবেশনের আগে সাংবাদিক বৈঠক করে এদিন প্রধানমন্ত্রী বলেন, ভোট ভোটের জায়গায়। এগুলো চলতেই থাকবে। কিন্তু এই বাজেট অধিবেশনে সারা বছরের পরিকল্পনা তৈরি হয়। অধিবেশন যত কার্যকরী হবে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ততই উচ্চতায় পৌঁছাবে। বিরোধী সাংসদদের উদ্দেশ্যে তাঁর বার্তা, এই অধিবেশনে সাংসদদের সক্রিয় অংশগ্রহণ, মুক্ত আলোচনা, চর্চা বর্তমান বিশ্বের দরবারে ভারতকে অভূতপূর্ব জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে।
সম্প্রতি মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৭ সালে প্রধানমন্ত্রীর ইজরায়েল সফর চলাকালীন কেন্দ্র ইজরায়েলের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার কিনছে। যা ব্যবহার করে সুপ্রিম কোর্টের বিচারপতি, বিরোধী রাজনীতিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির ফোনে নজরদারি চালানো হয়েছে বলে অভিযোগ। এই খবর প্রকাশ্যে আসার পরেই পেগাসাস নিয়ে ফের একবার মোদী সরকারের বিরুদ্ধে সুর চরিয়েছে বিরোধীরা। অন্যদিকে সামনেই উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। এই সব কিছু মিলিয়ে বাজেট অধিবেশনের আগে বিরোধীদের কাছে প্রধানমন্ত্রীর এই আর্জি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Comments are closed.