রাসবিহারীর BJP প্রার্থীর এজেন্টকে আটক করল পুলিশ, বুথে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ
তৃণমূলের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী
বুথের মধ্যে ঢুকে মহিলাদের হাত ধরে টানাটানি করছিলেন বিজেপির এজেন্ট। তৃণমূলের মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ উঠল রাসবিহারীর বিজেপি প্রার্থী সুব্রত সাহার এজেন্ট মোহন রাওয়ের বিরুদ্ধে। তাঁকে আটক করেছে পুলিশ।
সকাল থেকেই রাসবিহারীতে ভোটারদের বিজেপির হয়ে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট বুথে উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী।
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা অভিযোগ, ভোট প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল।
এরপর বিজেপি ও তৃণমূলের ধস্তাধস্তি শুরু হলে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী সুব্রত সাহা। সঙ্গে ছিলেন তাঁর এজেন্ট মোহন রাও। এরপরই ঘটনাটি ঘটে। বিজেপি এজেন্টের বিরুদ্ধে অভিযোগ উঠলে তাঁকে আটক করে নিউ আলিপুর থানার পুলিশ। বিজেপির দাবি, তৃণমূলের মিথ্যে অভিযোগে আটক করা হয়েছে মোহন রাওকে।
Comments are closed.