পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ। তা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, মন্দিরের ভেতরের ছবি-ভিডিও প্রকাশ্যে আসছে। অনেকেই নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মন্দিরের ভিতরে স্মার্ট ফোন ব্যবহার করছেন। যা নিয়ে মন্দির কর্তৃপক্ষ একাধিকবার অভিযোগ জানিয়ে এসেছে। পুরীর মন্দিরে এবার স্মার্ট ফোন ব্যবহার নিয়ে আরও কড়া পদক্ষেপ করল কর্তৃপক্ষ। মন্দিরের কর্তব্যরত পুলিশ কর্মীরাও এবার থেকে স্মার্ট ফোন ব্যবহার করতে পারবেন না।
পুরীর পুলিশ সুপার কানওয়ার বিশাল সিংহ নির্দেশ জারি করে জানিয়েছেন, পুরীর জীগন্নাথ মন্দিরে ডিউটি করার সময় কোনও পুলিশকর্মী আর স্মার্ট ফোন করতে পারবেন না। কোনও পুলিশ কর্মীকেও যদি মন্দির চত্বরে ফোন ব্যবহার করতে দেখা যায়, তাহলে তাঁর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এতদিন দর্শনার্থীদের জন্য স্মার্ট ফোন ব্যবহার নিষিদ্ধ থাকলেও কর্তব্যরত পুলিশকর্মীরা তা করতে পারতেন। ফলে অনেক সময়ই দেখা যেত, পুলিশ কর্মীরাই মন্দিরের ভিতরের ছবি তুলছেন। এবং তা দেখে সাধারণ দর্শনার্থীরাও ফোন ব্যবহার করতেন। যার ফলে নিয়ম করা থাকলেও মন্দিরের ভিতরে স্মার্ট ফোন ব্যবহার রোখা যাচ্ছিল না। নতুন নির্দেশের পর সেই প্রবণতা কমবে বলেই আশাবাদী মন্দির কর্তৃপক্ষ।
Comments are closed.