আত্মহত্যা করেছেন দিনহাটার বিজেপি নেতা। রিপোর্টে কমিশনকে জানালেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। ২৫ তারিখ বিবেক দুবে দিনহাটা যান।
রিপোর্টে বলা হয়েছে, বিজেপির হয়ে লড়তে চেয়েছিলেন ওই নেতা। কিন্তু টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়েন। আগে থেকেই মানসিক সমস্যার কারণে তিনি অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খেতেন। কিন্তু টিকিট না পাওয়ায় ওই ওষুধ খাওয়াও ছেড়ে দেন।
সোমবার কমিশনের তরফে নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে রিপোর্ট পেশ করেন।
গত বুধবার দিনহাটার বিজেপি নেতা অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তৃণমূল খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে বলে অভিযোগ বিজেপির। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই দিনহাটায় উত্তেজনার পারদ চড়ছে। কিন্তু বিবেক দুবের রিপোর্টের পর উত্তেজনা কমবে বলেই মনে করা হচ্ছে।
Comments are closed.