বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কত কিছুই না ভাইরাল হচ্ছে রাতারাতি। বিভিন্ন গান সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ট্রেন্ডিং এসেছিল। যে গানগুলি সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছে। কিন্তু কাঁচা বাদামের ক্ষেত্রে সেটি একদম আলাদা। এক বছর হয়ে গেল এখনো কাঁচা বাদাম গানের জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি। ভুবন বাদ্যকরের গলায় এই গান আজও লোকের মুখে মুখে ফেরে। আর এবার ভুবন বাদ্যকরের এই কাঁচা বাদাম গানের থিম নিয়েই বানানো হবে দুর্গাপুজোর মণ্ডপ।
এর আগে কাঁচা বাদাম নিয়ে সকলেই মাতামাতি করেছেন। সেলিব্রিটি আমজনতা থেকে শুরু করে প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় কাঁচা বাদাম গানের সঙ্গে নেচে ভাইরাল ভিডিও বানিয়েছিলেন। কিন্তু এ বছর দুর্গাপুজোর থিম হতে চলেছে এই কাঁচা বাদাম। মালদা জেলার রায়পুরের আরতি সংঘের এবার পুজোর থিম হলো কাঁচা বাদাম। পুজোয় দেবী প্রতিমার কারুকার্য করা হচ্ছে কাঁচা বাদামের খোলা, কার্ডবোর্ড এবং নানা রঙিন সুতো দিয়ে। প্রতিমা শিল্পী হলেন সুশান্ত সরকার। ইতিমধ্যে মালদার এই পুজোর থিম চর্চায় চলে এসেছে। এছাড়াও বিশ্বনাথ মোড়ের পুজো কাঁচা বাদামের থিমই গড়ে উঠছে। প্রতিমা মূর্তির কাজ এবং মন্ডপ সজ্জার কাজ কাঁচা বাদাম এবং কাঁচা বাদামের খোলা দিয়ে সাজানো হবে।
শিল্পী সুশান্ত সরকার মালদা জেলার মোট ১৯ টি প্রতিমা মূর্তি গড়ছেন। তার মধ্যে কাঁচা বাদাম থিমের প্রতিমার জন্য তিনি ৮৫ হাজার টাকা নিচ্ছেন। হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। মহালয়া প্রায় দোরগোড়ায়। আর মহালয়া পেরোলেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তাই এখন দিনরাত এক করে খেটে পরিশ্রম করছেন শিল্পীরা। এবার দেখার অপেক্ষা মালদা জেলার এই দুই কাঁচা বাদাম থিমের পুজো কতটা নজর কাড়ে আমজনতার।
উল্লেখ্য প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় কাঁচা বাদাম গান গেয়ে ভাইরাল হয়েছিলেন বীরভূম জেলার দুবরাজপুর অঞ্চলের ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম বিক্রি করতে করতেই তিনি নিজের গাওয়া এই গান গাইতেন। সেখান থেকেই তার ভিডিও সোশ্যাল মিডিয়ার কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। তারপরে জনপ্রিয়তা আসে। এরপর বহু ইউটিউবারদের সঙ্গে মিলে তিনি গান করেছেন। উপার্জন করেছেন লাখ লাখ টাকা। আর সেই টাকা দিয়ে বানিয়েছেন নিজের বাড়ি, কিনেছেন গাড়ি। বর্তমানে তিনি এখন সেলিব্রেটি।
Comments are closed.