ব্যাঙ্কের পর এবার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখা বাধ্যতামূলক করল কেন্দ্র। কমপক্ষে ৫০০ টাকা না থাকলে গুনতে হবে জরিমানা, মিলবে না সুদও। পোস্ট অফিসে আমানতকারীদের জন্য এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১২ ডিসেম্বর থেকে।
মূলত গ্রামাঞ্চলে যেখানে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির প্রসার তেমন হয়নি সেখানে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট। তাছাড়া মেনটেন্যান্স চার্জ খুব কম হওয়ায় দরিদ্র অংশের মধ্যেও বিশেষভাবে জনপ্রিয় পোস্ট অফিসে আমানত।
ডাক বিভাগের তরফে প্রকাশিত নয়া নির্দেশিকা অনুযায়ী, এবার পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫০০ টাকা জমা রাখতেই হবে। এতদিন সেটা ছিল ৫০ টাকা। এর নীচে নেমে গেলে জরিমানা গুণতে হবে। সেভিংস অ্যাকাউন্টে এখন ন্যূনতম ৫০০ টাকা না থাকলে তা জমা দেওয়ার জন্য গ্রাহকদের সময় দেওয়া হয়েছে ২০২০ সালের ১১ ডিসেম্বর অবধি। এই নিয়ম কার্যকর হতে চলেছে ১২ ডিসেম্বর থেকে। এছাড়া নির্দেশিকায় বলা হচ্ছে, মাসের ১০ তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স রাখতে হবে। না হলে ওই মাসে কোনও সুদ পাওয়া যাবে না। ন্যূনতম ব্যালেন্স না থাকলে নন-মেনটেন্যান্স চার্জ হিসেবে গ্রাহককে জরিমানা দিতে হবে। আর্থিক বছরের শেষে কোনও গ্রাহকের মিনিমাম ব্যালেন্স ৫০০ টাকার কম থাকলে তাঁর অ্যাকাউন্ট থেকে ১০০ টাকা মেনটেন্যান্স ফি বাবদ কেটে নেওয়া হবে বলে নির্দেশিকায় জানিয়েছে ডাক বিভাগ।
কোনও অ্যাকাউন্টে পরপর তিন বছর টাকা জমা বা তোলা না হলে সেটিকে ‘সাইলেন্ট’ অ্যাকাউন্ট হিসেবে ধরা হয়।
Comments are closed.