সোমবার বিকেলে তৃণমূলে যোগ দিতে পারেন প্রণবপুত্র অভিজিৎ মুখার্জি। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ যোগ দিতে পারেন তৃণমূলে। মমতা ব্যানার্জি ও অভিষেকের সঙ্গে বৈঠকের তাঁর যোগদান পাকা হয় বলে সূত্রের খবর।
সূত্রের খবর, সোমবার বিকেলে বর্ষীয়ান সাংসদ সুদীপ ব্যানার্জি ও মহাসচিব পার্থ চ্যাটার্জির হাত থেকে ঘাসফুল পতাকা তুলে ধরবেন প্রণব বাবুর ছেলে অভিজিৎ মুখার্জি।
বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পর মুখ খুলেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জি। এরমধ্যেই রাজ্যের দুই মন্ত্রী ও তৃণমূলের দুই সাংসদ মুর্শিদাবাদের জঙ্গিপুর ভবনে অভিজিৎ মুখার্জির সঙ্গে দেখা করেন। সেইসময় মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস সভাপতি তথা দলের সাংসদ আবু তাহের খান বলেছিলেন, আমরা চাইছি বিজেপি বিরোধী মানুষ দলে আসুক। দলকে সমৃদ্ধ করুক।
ভোটের আগে যেমন তৃণমূল ছাড়ার হিড়িক পড়েছিল। ভোট মিটতেই উল্টো ছবি দেখা গেছে। গতমাসেই বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও তাঁর ছেলে শুভ্রাংশু। এবার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলেও আসতে চলেছে বলে তৃণমূল সূত্রে খবর।
Comments are closed.