এনআরসি ইস্যুতে ট্যুইট প্রশান্ত কিশোরের: নিশানা কেন্দ্রকে

এনআরসি ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে এবার প্রবেশ করলেন তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। ঘুরিয়ে সমালোচনা করলেন কেন্দ্রের বিজেপি সরকারের।
বুধবারই রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, গোটা দেশে এনআরসি হবে। এদিনই এনআরসি ইস্যুতে ফের সুর চড়িয়েছেন মমতা ব্যানার্জি। মুর্শিদাবাদে কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলায় এনআরসি চালু করতে দেবে না তাঁর সরকার। এদিনই রাত প্রায় ৯ টা নাগাদ এই ইসুতে ট্যুইট করে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। ট্যুইট এতিনি লেখেন, দেশের ৫৫ শতাংশের বেশি মানুষ বসবাস করেন এমন ১৫ টি রাজ্যে অবিজেপি সরকার রয়েছে। এর মধ্যে কতগুলি রাজ্যের সঙ্গে এনআরসি নিয়ে আলোচনা করেছে কেন্দ্র?


তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের এনআরসি নিয়ে এই ট্যুইট রীতিমতো তাৎপর্যপূর্ণ।

 

Comments are closed.