হোম কোয়ারেন্টাইনের ক্ষেত্রে নয়া নির্দেশিকা কেন্দ্রের

বিদেশ থেকে ভারতে আসা যাত্রীদের জন্য হোম কোয়ারেন্টাইনের নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের। বিদেশ থেকে এলেই সাত দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ নয়া নির্দেশিকা জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরেই করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট না আসা পর্যন্ত  যাত্রীরা বিমানবন্দর ছাড়তে পারবেন না। রিপোর্ট যদি নেগেটিভ আসে তবেই বিমানবন্দর ছাড়বেন যাত্রী। সেইক্ষেত্রে ওই যাত্রীকেও সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে সব রাজ্যকে এই নয়া নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।

Comments are closed.