পাঞ্জাবে অনিশ্চিত ভোটকুশলী প্রশান্ত কিশোর? আগামী বছর বিধানসভার ভোট পাঞ্জাবে। সেই ভোটের আগে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছিলেন পিকে। সম্প্রতি প্রশান্তের এই পদে থাকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। তার জেরে পাঞ্জাব সরকারকে নোটিস দিয়েছে সর্বোচ্চ আদালত। আর এতেই ভোটের আগের বছর কংগ্রেসের ভোট কুশলী হিসেবে তিনি কাজ করবেন কিনা, তা নিয়ে অনিশ্চতা তৈরী হয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর পাঞ্জাব কংগ্রেসের কয়েকজন নেতাকে কাছে প্রশান্ত কিশোর জানিয়েছেন, ভোটের আগে কংগ্রেসের হয়ে কাজ করতে ইচ্ছুক নন তিনি। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছু জানাননি পিকে।
প্রশান্ত কিশোরকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করার পরেই দলীয় বিধায়কদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল অমরিন্দর সিংহকে। অন্যদিকে আইনী জটিলতা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের ওপর কোনও প্রভাব পড়ুক, তা নিশ্চয় চাইবেন না প্রশান্ত বলে জানিয়েছেন এক কংগ্রেস নেতা। পাশাপাশি তিনি সরে গেলে দলের ওপর বড় প্রভাব পড়বে বলে মনে করেন ওই কংগ্রেস নেতা।
Comments are closed.