বুধবার থেকে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন দ্রৌপদী মুর্মু। মঙ্গলবারই তাঁকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে এনডিএ। ঝাড়খন্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু। এরপর বুধবার সকাল থেকেই বাড়িয়ে দেওয়া হল তাঁর নিরাপত্তা। সশস্ত্র স্কোয়াড তাঁর সুরক্ষার দায়িত্বে থাকবে। নিরাপত্তা পেতে খুশি বছর ৬৪ র দ্রৌপদী।
মঙ্গলবারই রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন দ্রৌপদী মুর্মু বলে ঘোষণা করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। ২০১৫ সালে ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসাবে শপথ নেন দ্রৌপদী। দ্রৌপদীই ঝাড়খণ্ডের প্রথম রাজ্যপাল যিনি পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক গ্রামে সাঁওতাল পরিবারে জন্ম দ্রৌপদীর। রাজনীতিতে আসার আগে স্কুল শিক্ষিকতা করতেন তিনি। ১৯৯৭ সালে বিজেপির সমর্থনে ওড়িশার রায়রংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হন।
দ্রৌপদী সাংবাদিকদের জানান, প্রত্যন্ত ময়ূরভঞ্জ জেলার একজন আদিবাসী মহিলা হিসাবে দেশের শীর্ষ পদের প্রার্থী হতে পেরে খুব আনন্দ হচ্ছে। বিজেপি সব কা সাথ, সব কা বিশ্বাস স্লোগানকে সত্যি প্রমাণ করেছে।
টুইট করে দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, লক্ষ লক্ষ মানুষ যাঁরা জীবনের কষ্টের সম্মুখীন হয়েছেন তাঁরা মুর্মুর জীবন থেকে অনুপ্রেরণা পান। ওড়িশা থেকে বিজেপির আদিবাসী এই নেতা একজন “মহান রাষ্ট্রপতি” হবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
Comments are closed.