অসম সফরে গিয়ে যুদ্ধবিমান সুখোই-৩০ ওড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

অসম সফরে গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে গিয়ে শনিবার যুদ্ধবিমান ওড়ালেন তিনি। এদিন অসমের তেজপুরের বায়ুসেনা ঘাঁটি থেকে একটি সুখোই-৩০ যুদ্ধবিমানে সওয়ার হন রাষ্ট্রপতি। এদিন রাষ্ট্রপতির সুখোই যুদ্ধবিমানে সওয়ার হওয়ার বিষয়টি আগেই বায়ুসেনার তরফে ঘোষণা করা হয়েছিল।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিমানটি রওনা দেওয়ার পর আবার ঠিক সময়ে তাঁকে তেজপুরের বায়ুসেনা ঘাঁটিতেই নামিয়ে দেয়।

এর আগেও দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা সিংহ পাতিল ২০০৯ সালে পুনে থেকে একটি সুখোই বিমান উড়িয়েছিলেন।এরপর দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে যুদ্ধবিমান ওড়ালেন দ্রৌপদী মুর্মু।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল থেকে অসম সফরে রয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার তিনি কাজিরাঙা জাতীয় উদ্যানে গজ উৎসবের সূচনা করেন।

কয়েকদিন আগে দুদিনের বাংলা সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলা সফরে তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মান দেওয়া হয়। এরপর তিনি বেলুড় মঠে যান। দুদিনের বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শান্তিনিকেতনে যান।

Comments are closed.