সোমবারই বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিকেলেই সম্বর্ধনা রাজ্যের তরফে, থাকবেন মুখ্যমন্ত্রী
সোমবারই বাংলা সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুদিনের বাংলা সফরে আসছেন তিনি। সেই কারণে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিন বিকেলেই রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে বলে নবান্ন সূত্রের খবর। নেতাজি ইনডোর স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। তাঁর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানা গিয়েছে সম্বর্ধনা অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেতে পারেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। সেখান থেকে জোড়াসাঁকো যাবেন রাষ্ট্রপতি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঘুরে দেখবেন তিনি। এরপর কলকাতার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর।
এদিন রাজভবনে রাত্রিবাস করা র পর ২৮ মার্চ অর্থাৎ মঙ্গলবার বেলুড় মঠে যাবেন রাষ্ট্রপতি। ওইদিন বীরভূমে শান্তিনিকেতনে যাবেন রাষ্ট্রপতি। সেখানে আম্র কুঞ্জের জহরবেদিতে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত থাকার কথা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। ওইদিন রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রাষ্ট্রপতির।
Comments are closed.