জোটের নাম ইন্ডিয়া রেখে রীতিমত চমক দেখিয়েছে বিরোধী দলগুলো। এবার সেই ইন্ডিয়া নামটাই পাল্টে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিরোধীদের এমনই একটা অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে বিতর্ক।
ঘটনার সূত্রপাত জি ২০ সম্মেলন উপলক্ষ্যে রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্র ঘিরে। রাইসিনা হিলের তরফে যে আমন্ত্রণপত্র তৈরি হয়েছে, তাতে প্রেসিডেন্ট অব ইন্ডিয়ার জায়গায় লেখা প্রেসিডেন্ট অব ভারত। যা নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
ইতিমধ্যেই রাষ্ট্রপতির তরফে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে জি ২০ সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত নৈশভোজের আমন্ত্রণ পাঠানো হয়েছে। ৯ সেপ্টেম্বর এই নৈশভোজ হবে। তাতেই আমন্ত্রণ পত্রের ওপরে ‘প্রেসিডেন্ট অব ভারত’ কথাটা লেখা রয়েছে।
আমন্ত্রণ পত্র প্রকাশ্যে আসতেই কংগ্রেস সহ একাধিক দল তীব্র বিরোধিতায় সরব হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ ট্যুইটে লিখেছেন, জল্পনা তাহলে সত্যি। ৯ সেপ্টেম্বরের জি-২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। তাতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে।” এরপরেই কংগ্রেস নেতার তোপ, “সংবিধানের ২ নং অনুচ্ছেদে সাফ বলা রয়েছে, ‘ভারত অর্থাৎ ইন্ডিয়া, রাজ্যের সমষ্টি হিসেবে বিবেচিত হবে’। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ব্যবস্থার ওপরেই আঘাত হানা হচ্ছে।
বিষয়টির তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বলেন, এবার কি তাহলে দেশের নামও বদলে দেওয়া হবে। গোটা বিশ্ব ভারতকে চেনে ইন্ডিয়া হিসেবে। কিন্তু রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্রে তা বদলে ফেলা হয়েছে।
Comments are closed.