আগামী ১১ডিসেম্বর প্রাথমিকের টেট পরীক্ষা। পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে যাতে কোনও প্রশ্ন না থাকে, তা নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের প্রশ্নপত্র নিয়েও বাড়তি নিরাপত্তা নেওয়া হচ্ছে। পর্ষদ সূত্রে খবর, এবারে প্রত্যেক পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্র তৈরি করছে পর্ষদ। পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বসেই তাঁদের জন্য নির্দিষ্ট প্রশ্নপত্র খুলতে পারবেন। তার আগে প্রশ্নপত্র খোলার কোনও সুযোগ নেই।
শুধু প্রশ্নপত্রই নয়, পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিয়েও একাধিক বিশেষ ব্যবস্থা নিয়েছে পর্ষদ। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে ফেস স্ক্যান এবং সই স্ক্যান করে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। এছাড়াও পরীক্ষা চলাকালীন পুরো প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিংও করা হবে।
পর্ষদ সূত্রে খবর, আগামী ১১ ডিসেম্বর প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী টেট দেবেন। যার জন্য থাকছে কয়েক হাজার পরীক্ষা কেন্দ্র। জানা গিয়েছে, পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়েও নবান্নের সঙ্গে বিশেষ বৈঠকে বসছে পর্ষদ। সব মিলিয়ে টেট নিয়ে পর্ষদের এই বাড়তি নিরাপত্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই অনেকে মনে করছে।
Comments are closed.