দীপাবলির আগে দেশে রোজগার মেলার সূচনা করলান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলার সূচনা করেন তিনি। সেই ভিডিও নিজের টুইটারে শেয়ার করেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, স্বাধীনতার ৭৫ বছরে প্রথম পর্যায়ে ৭৫ হাজার প্রার্থীকে নিয়োগপত্র তুলে দেওয়া হল।
Addressing the Rozgar Mela where appointment letters are being handed over to the newly inducted appointees. https://t.co/LFD3jHYNIn
— Narendra Modi (@narendramodi) October 22, 2022
তিনি আরও বলেন, দেশের কর্ম সংস্কৃতি পালটে গিয়েছে। ভবিষ্যতে আরও কর্মসংস্থান করা হবে। ২০২৩ এর মধ্যে ১০ লক্ষ চাকরির লক্ষ্য নেওয়া হয়েছে। শনিবার থেকে এই ১০ লক্ষ নিয়োগের অভিযান শুরু হল বলে জানান প্রধানমন্ত্রী।ঈই অভিযানের নাম রোজগার মেলা। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ও দফতরে নিয়োগ করা হবে এই চাকরিপ্রার্থীদের। প্রধানমন্ত্রীর কার্যালয় তথা (PMO) সূত্রে জানা গিয়েছে, দেশের বেকার তরুণ-তরুণীদের জন্য রোজগার মেলার মাধ্যমে এই সুযোগ দিচ্ছে মোদী সরকার।
(PMO)র তরফে জানানো হয়েছে, ভারত সরকারের ৩৮ টি মন্ত্রনালয় ও বিভাগে নিয়োগ করা হবে। গ্রুপ-এ, গ্রুপ-বি (গেজেটেড), গ্রুপ-বি (নন-গেজেটেড) এবং গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে।
Comments are closed.