দেশে বাড়ছে কোভিড সংক্রমণের হার। সঠিক বিধি নিষেধ না মানলে চতুর্থ ঢেউ আসন্ন। এই অবস্থায় জরুরী বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বুধবারের এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমত শাহ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ছাড়াও অনেকে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহে দেশজুড়ে উর্দ্ধমুখী কোভিড গ্রাফ। মৃত্যুর ঘটনাও বাড়ছে। দিল্লিতে একলাফে অনেকটা বেড়ে গিয়েছে কোভিড সংক্রমণ। বিশেষজ্ঞদের মতে কোভিড বিধি ঠিক মতন না মানা হলে চতুর্থ ঢেউ রোখা যাবেনা। কড়া পদক্ষেপ নিতে হবে প্রশাসনকেই। তাই বুধবারই বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই দিল্লিতে কোভিড গ্রাফ চিন্তায় ফেলেছে প্রশাসনকে। ১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল করোনা সংক্রমণের হার একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে রাজধানীতে। কোভিড বিধি নিষেধ কিছুটা কড়া করা হয়েছে দিল্লিতে।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘন্টায় দেশে ২ হাজার ৫৯৩ জন কোভিড সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৪ জনের। অন্যদিকে শেষ ২৪ ঘন্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১ হাজার ৭৫৫ জন।
Comments are closed.